• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র অনুদান বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ জুন ২০২১  

তালা উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, হতদরিদ্র, অসুস্থ্য এবং অসহায় ২২ জন ব্যক্তিকে ১লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান করা হয়। এউপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি। এসময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষক শেখ লাভলুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ তাঁর ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র, ও অসহায় ২২ জন ব্যক্তিকে ১লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এছাড়া একই সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মুন্ডা সম্প্রদায়ের ৫টি পরিবারকে সরকারের আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে ৫টি বসত ঘর প্রদান, একই সম্প্রদায়ের ১০৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন, শিক্ষা বৃত্তি এবং ১০জন ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করেন। পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তালা উপজেলার ২টি মসজিদ সংস্কারের জন্য ৮০হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালা পাবলিক হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ অংশগ্রহন করেন।

উভয় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন’র সভাপতিত্বে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এসময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান, অধ্যক্ষ মো. আব্দুর রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা মীর মহাসিন হোসেন ও জাপা নেতা আবুল কালাম আজাদ সহ উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটিরি নেতৃবৃন্দ এবং অভিভাবক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উভয় মতবিনিময় সভায়, বিদ্যালয় দু’টির অবকাঠামোগত উন্নয়ন সহ বিদ্যমান সমস্যা সমাধানের সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন- সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা