• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক কর্মশালা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

অনাকাক্সিক্ষত গর্ভ ধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে কালিগঞ্জে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ম্যাটারনাল চাইল্ড হেল্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার মুখার্জীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশান আরা জামান। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের সহকারী পরিচালক জিএম মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মফিজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা. শাহিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক শিমুল হোসেন প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা