• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে ১ লক্ষ ২০ হাজার মাস্ক বিতরণ করবে ব্র্যাক-লিডার্স-উত্তরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

ব্র্যাক-লিডার্স-উত্তরণ এর যৌথ উদ্যোগে শ্যামনগর উপজেলা বাসস্টান্ডে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধে দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন শ্যামনগর সদও ইউনিয়নের চেয়ারম্যান এড. এস.এম জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর স্বাস্থ্য পুষ্ঠি ও জনসংখ্যা কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস.এম মনোয়ার হোসেন, উত্তরণের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমিনুর রহমান, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মোঃ বাবর আলী, সম্পা রানী বিশ্বাস ও আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোভিট- ১৯ প্রতিরোধে হটস্পট গুলিতে যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে ম্যাস্ক ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া বিষয়ে পরামর্শ দেন। এ সময়ে পুনঃব্যবহার যোগ্য মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য যে, শ্যামনগর উপজেলায় ১ লাখ ২০ হাজার মাস্ক বিতরণ করা হবে। প্রেসবিজ্ঞপ্তি

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা