• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ৬ বাংলাদেশী আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ জুন ২০২১  

সাতক্ষীরার সদর ও কলারোয়ার বিভিন্ন সীমান্ত ভারত হতে অবৈধ ভাবে প্রবেশকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বর্তমানে করোনা ভাইরাস ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধকল্পে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে অবৈধ গমনাগমন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবি’র পক্ষ হতে সীমান্তে কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩৩ বিজিবি কর্তৃক হিজলদী, মাদরা, তলুইগাছা এবং বৈকারী বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো নওগাঁ জেলার মহাদেবপুর থানার মির্জাপুর গ্রামের মজিবুরের ছেলে মোঃ আনারুল (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারের ছেলে নয়ন সরকার (২৭), খুলনা জেলার কয়রা থানার গোবরা গ্রামের আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫) ও তার স্ত্রী মিনান নাহার (২১) এবং সন্তান মোঃ আরিফ হোসেন (৫), এছাড়া যশোর জেলার অভয়নগর থানার কুদলা গ্রামের খোকা ফকির। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে জেলা প্রশাসন, সাতক্ষীরা এর স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। উলে­খ্য, স্থানীয় পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে কোয়ারেন্টাইন সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বিজিবি কর্তৃক সাতক্ষীরা সীমান্ত এলাকা হতে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করার বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা