• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এন্টিজেন কিটসর উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ জুন ২০২১  

কলারোয়ায় কোভিড-১৯ প্রতিরোধে সভা ও এন্টিজেন কিটস’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস কক্ষে অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কমিটির সচিব ডাক্তার জিয়াউর রহমানের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ ও স্বোচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

সভা শেষে সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ অতিথিদের উপস্থিতিতে ’করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় সম্প্রতি ঢাকা থেকে আসা এন্টিজেন কিটস পরীক্ষামূলক পর্যাবেক্ষন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পরে তিনি লকডাউনের প্রথমদিন  কলারোয়া পৌর সদরের বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জনসাধারনসহ লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা