• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মে ২০২১  

কলারোয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ  উদ্বোধন করা হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বৃহস্পতিবার(৬ মে) বেলা ১ টার দিকে কলারোয়া খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

উপজেলার আলাইপুর গ্রামের আতিয়ার রহমানের ধান ক্রয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহের শুভ সূচনা করা হয় বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস, খাদ্য পরিদর্শক
তৈয়েবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক চাষীরা ও মিলার বৃন্দ।

এ বছর উপজেলার তালিকাভুক্ত ১৩০০ জন প্রান্তিক চাষীদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ১৭৯২ মেট্রিক টন ধান ও  মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ১১৯৯ মেট্রিকটন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা