• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অসাধু আম ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মে ২০২১  

কলারোয়ায় পুলিশের অভিযানে ৩২মন অপরিপক্ক হিম সাগর আম জব্দ করা হয়েছে। এই অপরাধে ভ্রাম্যমান আদালতে অসাধু আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের পরিচালনায় পৌরসদরের যুগিবাড়ী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিকুল ইসলাম, পুলিশের এসআই কামালসহ সঙ্গীয় ফোর্স ও বেঞ্চ সরকারী আব্দুল মান্নান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘নিরাপদ আম উৎপাদন ও বাজার জাতকরণের সরকারি নিয়মনীতি উপেক্ষা করা যাবে না। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আগামী ২১মে থেকে হিমসাগর, ২৭মে ল্যাংড়া আম সংগ্রহ করতে হবে।

জব্দকৃত অপরিপক্ক আম খুচরা বাজারে কাঁচা আম হিসেবে ৪৫ হাজার টাকায় বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা