• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার চারটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ মে ২০২১  

যশোরের বেনাপোল বন্ধর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৫০ জন পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ৫০ জনের একটি দলকে প্রথমে হোটেল উত্তরা ও বাকীদের পর্যায়ক্রমে টাইগার প-াস, হোটেল হাসান ও হোটেল আল কাশেম এ রাখা হবে।

সাতক্ষীরার নেজারত ডেপুটি কমিশনার আজাহার আলী জানান, ভারত থেকে বেনাপোল কাস্টমস অফিস দিয়ে দেশে ফেরা ১৫০ জন বাংলাদেশীকে জেলা প্রশাসকের তত্বাবধায়নে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলকে প্রস্তুত করা হয়।

হোটেলগুলো হলো টাইগার প-াস, হোটেল উত্তরা, হোটেল আল কাশেম ও হোটেল হাসান। ৫০ জনকে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল উত্তরাতে আনা হয়।

তাদের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। সন্ধ্যার মধ্যেই বাকী ১০০ জনের মধ্যে ৩০ জনকে টাইগার প-াস, ২০ জনকে হোটেল হাসান, ও ৫০ জনকে হোটেল আল কাশেম এ রাখা হবে। তারা বর্তমানে সাতক্ষীরার পথে।

এদিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা পাসপোর্ট যাত্রীদের শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাতক্ষীরার সাধারণ মানুষ। করোনায় ভারতে যেহারে মানুষ মারা যাচ্ছে এতে বাংলাদেশে তার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্ঠজনেরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা