• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালা উপজেলার সজিনা যাচ্ছে বাইরের মোকামে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ মার্চ ২০২১  

সাতক্ষীরার তালা উপজেলায় এবারও সজিনার বাম্পার ফলন হয়েছে। উপজেলাসহ জেলার চাহিদা মিটিয়ে সজিনা এখন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন পাইকারী ব্যবসায়িরা উপজেলার বিভিন্ন বাজার থেকে সজিনা ক্রয় করে মোকামে বিক্রি করছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা জানেন না কত হেক্টর জমিতে সজিনা চাষ হয়েছে।
মৌসুমের শুরুতে ১০০-১২০ টাকা কেজি দরে সজিনা বিক্রয় হয়েছে বলে জানিয়েছে ক্রেতারা। তবে কিছুদিন পরে তা কমে ৪০-৫০ টাকায় এসে দাঁড়ায়। গ্রামে-গঞ্জে, হাটে-বাজার ভরপুর সজিনাতে।
উপজেলা কৃষি অফিসে সজিনা চাষের সঠিক পরিসংখ্যান না থাকলেও ১২ হেক্টরের বেশি জমিতে আবাদ হতে পারে বলে জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ রায়।
একাধিক ব্যবসায়ী জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজার থেকে সজনে ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। বর্তমানে কেজি প্রতি সজনে বিক্রি হচ্ছে ৮০-১০০আবার প্রকারভেদে ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগম জানান, সজিনা একটি লাভজনক সবজি। রোগবালাই প্রায় নেই এবং উৎপাদন খরচ খুব কম। তাই কৃষকদের সজিনা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সজিনা উৎপাদনকারীদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে সজিনা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কৃষি কর্মকর্তারা নানামুখি পরিকল্পনা গ্রহণ করেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা