• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কিশোরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখলমুক্ত করার দাবি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

দীর্ঘদিনের চাঁপা ক্ষোভ আর উত্তেজনা অবশেষে বিক্ষোভে রূপ নিয়েছে। ঘোষণা করা হয়েছে আন্দোলনের নতুন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে। এটি কোন রাজনৈতিক আন্দোলনের ঘটনা নয়। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে এ আন্দোলন। আন্দোলনে শরীক হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। বিদ্যালয়ের ১৯৭২ ব্যাচের ছাত্র মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের নেতৃত্বে সমাবেশে প্রাক্তন ও বর্তমান ছাত্ররা বক্তৃতা করেন। তারা বলেন, ১৩টি উপজেলা নিয়ে গঠিত জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী কিশোর এবং তরুণ ছাত্ররা যুগ যুগ ধরে যে ছাত্রাবাসে থেকে পড়ালেখা করেছে, সেই ছাত্রাবাস ও খেলার মাঠ দীর্ঘদিন ধরে অন্য একটি প্রতিষ্ঠান দখল করে কার্যক্রম চালাচ্ছে। ফলে বিদ্যালয়ের আবাসন ব্যবস্থা ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি ছাত্ররা। তারা অবিলম্বে ছাত্রাবাস ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় আন্দোলনের আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা