• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাপ্তাহিক সরকারি ছুটি একদিন করার দাবি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের অর্থনৈতিক চাকা আরও গতিশীল করতে সাপ্তাহিক সরকারি ছুটি একদিন করার দাবি জানিয়েছে জন পার্টি নামে একটি সংগঠন।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জন পার্টি। জনস্বার্থে আগামী দিনেও জনমুখী কর্মসূচি ঘোষণা করবে। রাজনীতির মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অপরাধমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে জন পার্টি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

হিরো আলম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুতের ঘাটটি ছিল, এজন্য সরকারি ছুটি দুইদিন করা হয়েছিল। কিন্তু এখন বিদ্যুতের ঘাটতি নেই, তাই সরকারি ছুটি দুইদিনের প্রয়োজন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা