• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যুদ্ধ চাই না, সমুচিত জবাব দেওয়ার প্রস্তুতি থাকবে: প্রধানমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে যুদ্ধের সক্ষমতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির অপারেশনাল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী। যুদ্ধে নৌবাহিনীর বড় ভূমিকা রয়েছে।

সরকারপ্রধান বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমবারের মতো আওয়ামী লীগই উদ্যোগ নেয় দেশের সমুদ্রসীমায় কীভাবে অধিকার আদায় করা যায়। জিয়া-এরশাদ কেউই এ বিষয়ে উদ্যোগ নেয়নি। পরবর্তীকালে মিয়ানমার এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বঙ্গোপসাগরের বিশাল অংশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করি।

শেখ হাসিনা বলেন, ’৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় দেশের ভূখণ্ড অরক্ষিত ছিল। তারই ধারাবাহিকতায় ’৬৬ সালের ৬ দফায় বঙ্গবন্ধু পাকিস্তানের নৌবাহিনীর ঘাঁটি চট্টগ্রামে করার দাবি জানিয়েছিলেন।

বর্তমানে নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে হবে, সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও হবে স্মার্ট।

প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জন করেছে।

এ সময় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা