• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দায়িত্ব পালনে অবহেলা করেছেন ১২৫ কেন্দ্রের কর্মকর্তা: সিইসি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ১২৫টি কেন্দ্রের কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ১২৫টি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। একজনকে ২ মাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। ভবিষ্যতে যেন দৃষ্টান্ত হয়ে থাকে তাই এমন সিদ্ধান্ত। বেশ কয়েকবার পর্যালোচনা হয়েছে। বিচারিক নিয়মনীতি অনুসরণ করা হয়েছে।

তিনি বলেন, উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর অনিয়মের প্রমাণ পেলেও তাতে কোনো প্রার্থীর সম্পৃক্ততা পায়নি কমিশন। তাই কোনো প্রার্থীর  বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

এসপি, ডিসি ভোট কেন্দ্রে প্রবেশ করেনি, তাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি, বলেন হাবিবুল আউয়াল।

অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সিইসি।

নতুন তফসিলের বিষয়ে তিনি বলেন, নতুন তফসিলের দরকার হবে না, তারিখ আর রিটার্নিং কর্মকর্তার নাম ঘোষণা করলেই হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা