• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের রফতানিতে প্রবৃদ্ধি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

গত ৬ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি হয়েছে ৪৬ শতাংশ। পাশাপাশি ইউরোপ ও কানাডার বাজারেও রফতানি বেড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে। নন-ট্রেডিশনাল মার্কেটে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে ২৪ শতাংশ।

চলতি অর্থবছরের ছয় মাসে সারাবিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ডলারের। যা আগের বছর একই সময়ে ছিল ১ হাজার ৫৫৪ কোটি ডলার। সেই হিসাবে ছয় মাসে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে ২৮ শতাংশ।

প্রধান বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি ঘুরে দাঁড়ানোর চিত্র ফুটে উঠেছে। করোনার সময়ে পোশাক কারখানা খোলা রাখায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা। ইউরোপ ও কানাডার বাজারে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ হারে। স্পেন, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের প্রায় সব দেশে রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা