• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন ডলার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

দেশে নতুন রপ্তানি নীতিতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে সরকার। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২১-২০২৪ মেয়াদে এ নীতি অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত রপ্তানি খাতের চাহিদা এবং বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানিনীতি ২০২১-২০২৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

রপ্তানি লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন ডলার করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আজ (গতকাল) রপ্তানি বাণিজ্যের পরিমাণ নির্ধারণ বিষয়ে একটি প্রস্তাব ছিল। আমরা কিভাবে রপ্তানি বাণিজ্য করব এর নীতি নির্ধারণ করার বিষয়টি প্রস্তাবে আসে। আমরা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এর খসড়া নীতি নির্ধারণ করেছি, এটার অনুমোদন করে দিয়েছি। বর্তমানে আমাদের রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৬০ বিলিয়ন ডলার। এটিকে বাড়িয়ে ৮০ বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা