• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সশস্ত্র বাহিনীকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করা হচ্ছে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ডিফেন্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১ এর গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্তহয়ে এ কথা বলেন । 

তিনি বলেন, নৌবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই সাবমেরিন সংযোজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সকল ধরনের সরঞ্জামাদি সম্পর্কে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রশিক্ষিত হবে, জ্ঞানলাভ করবে। সেটাই আমার চেষ্টা। যেন আমরা কারোর থেকে পিছিয়ে না থাকি। 

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন করেছে সরকার। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সব সময় প্রস্তুত। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই করোনার মধ্যে আমরা আর্থ সামাজিক উন্নয়ন চালিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি অর্জন করবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা