• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ওমিক্রন রোধে করণীয় নির্ধারণে বৈঠকে ১৮ মন্ত্রণালয়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ রোধে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে ১৮ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা শুরু হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৈঠকের সভাপতিত্ব করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।

এদিকে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে সাউথ আফ্রিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেশের আকাশপথ, স্থল ও সমুদ্রবন্দরে কঠোর সতর্কতা নেওয়া হয়েছে।  বাংলাদেশে ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ১৫টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

যেসব দেশে ওমিক্রন ছড়িয়েছে- দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এ সব দেশ থেকে যেসব যাত্রীরা বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসবেন তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা