• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাংলাদেশের সঙ্গে ইরান আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

বাংলাদেশে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার সরকার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে মন্ত্রী বলেন, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ ও ইরান উভয়েরই অনেক ক্ষেত্র রয়েছে।  শাহরিয়ার আলম বলেন, উভয় দেশের উচিৎ হবে এসব ক্ষেত্রগুলোতে আরও সম্পৃক্ততার সুযোগ খুঁজে বের করা।
বিদায়ী রাষ্ট্রদূত অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উন্নযন ও শান্তির প্রতি বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রশংসা করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা