• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু বেড়ে ৭

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮০ জনে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫'শ ২৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৩৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা