• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

ভারতে এক বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে জনগণকে। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিমাণ টিকাদানকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ভারতের স্বাভাবিকতা ফিরিয়ে আনার পথে এটা বড় পদক্ষেপ।

রবিবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনা মোদিকে আরও জানান, তার সরকারও বাংলাদেশে একটি গণ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশ ইতিমধ্যে একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করে ছয় কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে। টিকা কার্যক্রমের শুরু থেকেই বাংলাদেশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের একটি গুরুত্বপূর্ণ উৎস ভারত।

এসময় তিনি অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারতকে ধন্যবাদ জানান। একইসঙ্গে কোভিড-১৯ মহামারী থেকে এই অঞ্চলের মানুষকে বাঁচাতে এবং এই মহামারীর বহুমুখী প্রতিকূল প্রভাব মোকাবেলায় ভারতের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন শেখ হাসিনা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা