• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার কোস্টগার্ডের

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। রোববার রাত ৯টার দিকে ভাসানচর হতে আনুমানিক ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, ভাসানচর হতে আনুমানিক ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ১৫ জন জেলেসহ ফিশিং বোট এফভি সুরমা ৩ দিন ধরে ভেসেছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে ভাসতে থাকা ফিশিং বোট এফভি সুরমা থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা