• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। সোমবার সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন ইউনিয়েন পুলিশ, বিজিবি,র্যাব সদস্যরা টহল দিতে দেখা গিয়েছে।

এর মধ্যে তালা উপজেলার ১১ টি ইউনিয়নের প্রথম ধাপের স্থগিত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বিরতিহীন ভাবে।দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিরামহীন ভাবে ভোটের মাঠে প্রশাসন ছিলেন কঠোর অবস্থানে।

তালার ১১ টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৬ জন, বিএনপির সর্মথিত ২ জন প্রার্থী ও জামায়েত ইসলাম সর্মথিত ১জন ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ১জন বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তালা উপজেলার ৮টি ইউনিয়নের ৭৩টি ভোট কেন্দ্রের ৪০৩টি কক্ষে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি ৩টি ইউনিয়নের ৩১ কেন্দ্রের ১৯২ কক্ষে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলায় বেসরকারীভাবে বিজয়ীরা হলেন, ধানদিয়া ইউনিয়নে মো: জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত), নগরঘাটায় কামরুজ্জামান লিপু (নৌকা), ইসলামকাটিতে অধ্যাপক গোলাম ফারুক (স্বতন্ত্র, জামায়াত সমর্থিত), খলিলনগরে প্রভাষক প্রনব ঘোষ বাবলু (নৌকা), তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন (নৌকা), তেঁতুলিয়ায় আবুল কালাম আজাদ (নৌকা), মাগুরায় গনেশ চন্দ্র দেবনাথ (নৌকা) , খেসরায় কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র, আ.লীগ ), খলিষখালিতে মোজাফফর রহমান (নৌকা), জালালপুরে এম মফিদুল হক লিটু (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত ) ও সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যানের নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়নি।

অপরদিকে কলারোয়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুগীখালি ইউনিয়নে রবিউল হাসান(আ’লীগ), সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন (আ’লীগ), লাঙ্গলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (আ’লীগ), দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে (আ’লীগ), হেলাতলা ইউনিয়নে মোঃ মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা (স্বতন্ত্র), জালালাবাদে মাহফুজুর রহমান নিশান (স্বতন্ত্র), কয়লা ইউনিয়নে সোহেল রানা (স্বতন্ত্র), চন্দনপুর ইউনিয়নে মোঃ ডালিম হোসেন (স্বতন্ত্র)। এছাড়া ভোট গননায় এগিয়ে রয়েছেন কেঁড়াগাছি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী  স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন হাবিল।  এই ইউপি’র একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা