• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাকায় এলো জাপানের উপহারের আড়াই লাখ টিকা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে প্রাপ্ত দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছেছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন টিকার এ চালান গ্রহণ করেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠাচ্ছে। 

তিনি আরো জানান, দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরো করোনার টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।

কোভ্যাক্স হচ্ছে একটি বিশ্বব্যাপী করোনার টিকার সুষম সরবরাহ লাভের লক্ষ্যে টিকা অ্যালায়েন্স ‘গাভি’ পরিচালিত একটি বৈশ্বিক জোট।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা