• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চিকন হওয়ার যতো সুবিধা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩  

চিকন মানুষদের দেখলেই মানুষের নানান কথা। তুমি এত চিকন কেন, বাসায় খাবার নাই, বেশি করে খাবা… আরও কতো কী! কিন্তু, এই মানুষগুলোর ধারণাই নাই, এই জগতে চিকন হয়ে জন্মাতে পারলে যে কত সুবিধা! আজকে আমরা এই সুবিধাগুলোর কথাই জানবো।

 

১#
চিকন মানুষ যতো উচ্চতা থেকেই পড়ুক না কেন! কখনোই নিচে পড়ে থেঁতলায়ে যাবে না! কারণ, চিকন মানুষের ভর এতোই কম যে তারা ভাসতে ভাসতে নিচে নামবে। থেঁতলে যাওয়ার কোনো চান্সই নেই।

 

২#
বৃষ্টির সময় ছাতা/রেইনকোট ছাড়া বৃষ্টির হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু, চিকন মানুষদের এসব ছাতা/রেইনকোট কিনে টাকা নষ্ট করতে হয় না। বৃষ্টির ফোঁটার ফাঁক দিয়েই চলে যেতে পারে।

 

৩#

চিকন মানুষের যতো ইচ্ছা ততো খেতে পারে। খাওয়ার কারণে তার মোটা হওয়ার কোনো ভয়ও থাকে না আবার বেশি খায় এটা নিয়ে বলারও কেউ থাকে না!

 

৪#

অনেক মানুষের ভিড়ে যেখানে হাঁটার কোনো অবস্থাই নাই সেখানেও দেখবেন এই চিকন মানুষদেরই রাজ! সুড়ুৎ সুড়ুৎ করে সবার ফাঁক দিয়ে ঠিকই চলে যাবে। 

 

৫#

আপনার যতো বয়সই হোক না কেন, পাশের বাসার আন্টি আপনাকে দেখে কখনোই জিজ্ঞেস করবে না, ‘কী তোমারটা কবে খাবো?’ কেননা, আপনার বিয়ে খাওয়ার থেকেও আপনাকে খাইয়ে মোটা করাটাই সবার কাছে সবসময় মুখ্য।

 

৬#

আপনি যতো বড় বড় ক্রাইম করেন না কেন। আপনাকে পৃথিবীর যতো বড় বড় জেলেই নিয়ে যাওয়া হোক না কেন। আপনি ঠিকই শিকল গলে পালিয়ে যেতে পারবেন!

 

৭#

চিকন হওয়ায় যেকোনো রোমান্টিক মুহুর্তেই গফ/বফের কোলে উঠে যেতে পারার যে ব্যাপারটা এটা আপনি ছাড়া আসলে কেউ জানেই না!

 

৮#
চিকন মানুষকে কোনো এক অজানা কারণে হট লাগে। তাই নিজেকে হট প্রমাণ করার জন্য আপনাকে কখনোই হট জামা-কাপড় কেনার ঝামেলায় যেতে হবে না!

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা