• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভোট দিলেন এরদোয়ান-কিলিচদারোগলু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সন্ধ্যার আগেই ফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

এরদোয়ান ও তার স্ত্রী উস্কুদারের সাফেত সেলেবি হাই স্কুল কেন্দ্রে তাদের ভোট দেন। ইস্তানবুল থেকে আল জাজিরার প্রতিনিধি সিনেম কোসেওগলু এই খবর জানিয়েছে।

উস্কুদারের উপকণ্ঠের ভোটকেন্দ্রটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জনতা তাকে হাত নেড়ে স্বাগত জানায় এবং উচ্ছ্বাস প্রকাশ করে।

অন্যদিকে কামাল কিলিচদারোগলু রাজধানীর আঙ্কারায় আর্জেন্টিনা প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন।  আগের নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান কোচাতেপে মিমার আনাদোলু হাই স্কুলে ভোট দেন।

প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হচ্ছে

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা