• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইউক্রেনের সুপ্রিম কোর্টে বড় মাপের দুর্নীতি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো বলছে, তারা সুপ্রিম কোর্টের বেশ বড় মাপের দুর্নীতি উন্মোচন করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কোর্টের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে ন্যাশনাল অ্যান্টি কোরাপশন ব্যুরো (এনএবিইউ) ও স্পেশালাইসড অ্যান্টি-কোরাপশন প্রসেকিউটর্স অফিস (এসএপি) যৌথভাবে তাদের সোশ্যাল মিডিয়ায় কোর্টের এই দুর্নীতি সম্পর্কে জানিয়েছে।   
 
এনএবিইউ ও এসএপি ফেসবুকে বলেছে, বিশেষ একটি স্কিমে সুপ্রিম কোর্টের নেতৃত্ব ও বিচারকরা সুবিধা নিতে চেয়েছিলেন।

তবে এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কীভাবে দুর্নীতি হলো, সে বিষয়ে বিশদে কিছু বলা হয়নি। বরং বলা হয়েছে, ক্রমশ প্রকাশ্য। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে চেয়ারের ওপর বান্ডিল বান্ডিল নোট।  

ঘটনার পর মঙ্গলবারই একটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সুপ্রিম কোর্ট। সেই বৈঠকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে  বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে।  

এর আগে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। প্রায় তিন কোটি ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আরও কয়েকজন বিচারকও সেই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে।  

সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট তার পদে নিযুক্ত হন ২০২১ সালে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে ঘুষ সংস্কৃতির বিরুদ্ধে থাকার প্রতিশ্রুতি বারবার জানিয়েছেন। তার প্রধান লক্ষ্য, এটা দেখানো যে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের আলোচনার জন্য তিনি প্রস্তুত।  

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা