• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চলতি মৌসুমে নিপাহ ভাইরাসে ৫ জন মারা গেছেন : স্বাস্থ্যমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

চলতি মওসুমে আটজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং পাঁচজন মৃত্যুবরণ করেছেন। দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার শতকরা ৭০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে রোগী এসেছে আটজন। এরমধ্যে পাঁচজন মারা গেছেন। এই ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়।

মন্ত্রী জানান, কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড় খেজুরের রস পান করলে সেটি মানুষ পান করলেও হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে এলে দ্রুত ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা