• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনাভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইন চালাবে সরকার। ৫১তম বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এক সপ্তাহে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে বিজয় দিবস আসছে, এই উপলক্ষে করোনার টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত।

জাহিদ মালেক বলেন, বিশেষ এই টিকা ক্যাম্পেইনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত ১৪ কোটি ৬৯ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছি। ১২ কোটিরও বেশি দ্বিতীয় ডোজ দিয়েছি।

করোনা সংক্রমণ ঠেকাতে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১৪ কোটি ৬৯ লাখ ১২ হাজার ৭০৬ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১২ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৪৯২ জন মানুষ। এই সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন পাঁচ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ১৫৮ জন।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা