• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৮

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

বাংলাদেশে ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩ জন।

আজ শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১১৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা