• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

টিকা নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত : স্বাস্থ্যমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  

টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারের ইমেজ নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন দিয়েছে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে যে দামে টিকা কেনা হয়েছিল অন্য দেশ থেকেও কাছাকাছি দামে টিকা কেনা হয়েছে। বাংলাদেশ সরকারের টিকা কেনা এবং আনা-নেয়া সব মিলিয়ে ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আর বাকি টিকার দাম ২০ হাজার কোটি টাকার মত, যেগুলো সরকার বিনামূল্যে পেয়েছে বিভিন্ন দেশ থেকে। তাই টিআইবির এই তথ্যও সঠিক নয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিআইবি করোনার দুই বছরের সার্ভে করেনি, তারা সার্ভে করেছে শেষ ৮ মাসের। বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই যেখানে অক্সিজেন নাই। অক্সিজেন না পেয়ে মানুষ মারা গেছে টিআইবির এই তথ্যও সঠিক না।

টিআইবির রিপোর্টের বেশকিছু তথ্য আছে যা সঠিক নয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, টিআইবি সার্ভে করেছে ১০৫ টি টিকা কেন্দ্রকে ভিত্তি করে। যেখানে টিকা কেন্দ্র ছিল ১ লাখের উপরে। ১৮০০ লোকের মধ্যে সার্ভে হয়েছে। যেখানে ১২ কোটির উপরে মানুষকে টিকা দেয়া হয়েছে। তাদের সার্ভের সাইজ এত ছোট যেটা সঠিক নয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা