• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রাজশাহী মেডিকেলে ৪ জনই মারা গেলো উপসর্গে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

তিনি বলেন, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। চারজনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর, একজন নাটোরের ও নওগাঁর দুইজন রয়েছেন।

এদিকে একই সময়ে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৪০ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮১ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ১২১ জন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা