• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

২০৩০সাল নাগাদ ২০হাজার তরুন-তরুনীর কর্মসংস্থান সৃষ্টি হবে : পলক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২  

আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ¦ এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিরোধী চক্র দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। বিরোধী চক্র চায় না দেশের মানুষ ভালো থাকুক। দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদে পরিণত করতে চায়। আমরা অনুন্নত চলনবিলকে উন্নত জনপদে পরিণত করা হয়েছে। তরুন- তরুনীরা ঘরে বসে আয় করতে পারেন সেই ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা সরকার করে দিয়েছেন।
শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড.ওহিদুর রহমান শেখ,শেরকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন,চলনবিল অঞ্চলে ২০একর জমিতে ৪০০কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম ও ডিজিটাল সিটি সহ ৫টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আগামী ২০৩০সাল নাগাদ ২০হাজার তরুন তরুনীর কর্মসংস্থান সৃষ্টি হবে। নাটোর-বগুড়া মহাসড়কের ১২কিলোমিটার ফোরলেন সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার শেরকোল প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা