• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পুলিশের গায়ে কাশি দিয়ে করোনা ছড়ানোর চেষ্টা!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

মহামারি করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। তার মধ্যেও নানা প্রান্তে ঘটছে বিচিত্র সব ঘটনা। সম্প্রতি তিউনিসিয়ায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যারা পুলিশের শরীরে করোনা সংক্রণের চেষ্টা করেছিল।

গ্রেফতারদের মধ্যে একজন সন্দেহভাজন জিহাদি সংগঠনের সদস্য। পুলিশকে করোনা সংক্রমণের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনার সংক্রমণ ছড়াতে সন্দেহভাজন জিহাদী তার সমর্থকদের ওপর প্রভাব খাটিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অপর অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। তাকে প্রতিদিন থানায় গিয়ে হাজিরা দিতে হতো। সে যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে কাশি দিয়ে পুলিশ কর্মকর্তাদের দেহে করোনার সংক্রমণ ঘটাতে চেয়েছেল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই ব্যক্তি আগে থেকেই করোনায় আক্রান্ত।


ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদিনে জেবালি জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় কেবিলি এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

তিউনিসিয়ায় কয়েকশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬৪। অপরদিকে মারা গেছে ৩৭ জন। এছাড়া চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৩ জন। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা