• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নতুন কারিকুলাম পরীক্ষাভীতি দূর করবে: শিক্ষামন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠনে এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা ভীতির বদলে নতুন চিন্তার প্রসার ঘটাতে এই কার্যক্রম করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৫০ বছর পূর্তির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, চলমান মেগা প্রকল্প শেষ হলে শিক্ষায় আগামী দিনের মেগা প্রকল্প হবে। শিক্ষাখাতে মোট বাজেটের ৬ ভাগ দেয়ার তাগিদ রয়েছে।

তিনি বলেন, শিক্ষায় যদি কারিকুলাম ঠিক না থাকে, তাহলে শুধু বাজেট বৃদ্ধি করে লাভ হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের থেকে অনেক স্বচ্ছ এবং পাঠদান আগের থেকে দক্ষ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য কারিকুলাম তৈরি করতে হবে।

তিনি বলেন, ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা থেকে একমুখী শিক্ষায় ফেরা কঠিন ও সময় সাপেক্ষ। তবে একীভুত শিক্ষাক্রমের মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ চলছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা