• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নতুন শিক্ষাক্রম এমনভাবে তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই হয়েছে নতুন শিক্ষাক্রমে। শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা নতুন শিক্ষাক্রম এমনভাবে তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়। পরীক্ষা থাকবে কিন্তু থাকবে না পরীক্ষাভীতি। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিখবে শিক্ষার্থীরা।’ 
রোববার (১ জানুয়ারি) সকালে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব-২০২৩ এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে। প্রযুক্তি বান্ধব শুধু নয়, প্রযুক্তি ব্যবহার ও উদ্ভাবনে তারা দক্ষ হবে। তারা মানবিক মানুষ হবে, সৃজনশীল মানুষ হবে।’ 
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে স্মার্ট। সমাজ, রাজনীতি ও সরকার হবে স্মার্ট। এজন্যই এই স্মার্ট নাগরিক, সরকার ও সমাজ গড়তে প্রয়োজন স্মার্ট শিক্ষা। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’
দীপু মনি বলেন, ‘২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমরা ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি বই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছি। এটি পৃথিবীর ইতিহাসে একটি অচিন্তনীয় ব্যাপার।’ 
এর আগে, একই দিন সকাল ১০টা ৪০ মিনিটে  শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মঞ্চে উঠে হাত নাড়িয়ে শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন তিনি । 
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল। 
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সিমির হোসেন রিমি। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা