• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

এসএসসি শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  

বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এছাড়া, এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসে।

আজ রবিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তারিখ ঘোষণা করেন।

মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ। আগস্টের মাঝামাঝি বন্যার পূর্বাভাস থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর নভেম্বরের গোড়ায় আমরা এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।

বোর্ডের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, আমরা জানি একটি বোর্ড পরীক্ষার পর অন্য একটি পরীক্ষা শুরু করতে অন্তত দুই মাসের সময় দরকার। এক্ষেত্রে শিক্ষাবোর্ডগুলোকে একটু কষ্ট করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আগস্টের মাঝে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করবো। আর দ্রুতই বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করবে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের মধ্যে যাদের বই নষ্ট হয়ে গেছে, তাদের ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। পরীক্ষা যে সিলেবাসে হওয়ার কথা ছিল সেই সিলেবাসেই নেয়া হবে। অর্থাৎ সিলেবাসের কোন পরিবর্তন হচ্ছে না।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা