• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জুনে হতে পারে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০  

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পাঠ্যপুস্তক উৎসব- ২০২১ সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে। এছাড়া জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষাও নেয়া হতে পারে।

তিনি আরো বলেন, ২০২০ সালের এইচএসসির পরীক্ষার ফলাফল শিগগিরই দেয়া হবে। এ বিষয়ে অধ্যাদেশ জারি সময়ের অপেক্ষা মাত্র।

মন্ত্রী বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১২ দিনের মধ্যে বই বিতরণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ডা. দিপু মনি বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাসও শেষ করা হতে পারে।

তিনি বলেন, সিলেবাস ছোট করেই ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সিলেবাস ছোট করার কাজও চলছে। ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্ত্রী আরো বলেন, আগামী বছর শিক্ষার্থীদের রোলের বদলে আইডি নম্বর দেয়া হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা