• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মসিকে ৪৯ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে মোট ২৫ কিলোমিটার দীর্ঘ ১০টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

রোববার (০২ জানুয়ারি) চরকালীবাড়ি ময়লাকান্দা থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত বিসি সড়কসহ চরকালীবাড়ি অঞ্চলে ৭টি সড়ক, চর তিনগাও মসজিদ থেকে শম্ভুগঞ্জ রেলস্টেশন পর্যন্ত আরসিসি রাস্তা, চর নীলক্ষিয়া পাকা রাস্তা থেকে চর গোবদিয়া খ্রিস্টানপাড়া পর্যন্ত বিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত। ইউনিয়ন পরিষদ থেকে অন্তর্ভুক্ত হওয়া ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডসমূহের অবকাঠামো ছিল অত্যন্ত নাজুক। এই সব ওয়ার্ডসমূহে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বাসীকে সিটি করপোরেশন উপহার দিয়েছেন বলেই।

তিনি বলেন, ময়লাকান্দার আবর্জনা আর থাকবে না। আবর্জনাকে সম্পদে রূপান্তরের চেষ্টা করছি আমরা। এছাড়া, সম্প্রসারিত ওয়ার্ডসমূহে ইতিমধ্যে প্রায় ৪০০ কোটি টাকার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। শুধুমাত্র ৩২ নং ওয়ার্ডের উন্নয়নেই ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব সড়ক ও ড্রেন ওয়ার্ডের নাগরিকদের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

এ সময় মেয়র রাস্তা, ড্রেন ও সড়কবাতি স্থাপনে প্রয়োজনীয় ছাড় দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, নতুন এ ওয়ার্ডসমূহ পরিকল্পিতভাবে গড়ে তোলার সুযোগ আছে। ছাড়ের মানসিকতাই এ প্রচেষ্টাকে সফল করে তুলতে পারে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা