• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পদ্মাসেতু ঘিরে সাজানো হচ্ছে সড়ক নেটওয়ার্ক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে বড় প্রকল্প হচ্ছে পদ্মাসেতু। আর তার সঙ্গে যোগাযোগে স্থাপিত হচ্ছে দেশের উন্নত এক মহাসড়ক যা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজাকে ঘিরে। সড়ক নেটওয়ার্ক টি সাজানো হচ্ছে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের সঙ্গে । সেতুর সড়কটি যুক্ত করা হয়েছিল অনেক আগেই, তবে এখন এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্তের সঙ্গে নতুন করে সেতুতে প্রবেশপথ পরিবর্তন করার কাজ চলছে ।

মাওয়া চৌরাস্তা থেকে প্রায় হাফ কিলোমিটার পূর্বে খান বাড়ির পদ্মাসেতুর থানা চত্বরের সামনে পিচঢালা সড়কের কিছু অংশ ভেঙে সড়ক টি নতুন নেটওয়ার্কে যুক্তহচ্ছে। ঢাকা থেকে মাওয়া যানবাহন গুলো সেতুতে উঠানামার জন্য গোলচত্বরটি সরানো হচ্ছে । এতে করে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাবে যাত্রীরা। সংশ্লিষ্ট স্থানীয়রা বলছেন, আগে এখানকার রাস্তার অবস্থা খুব খারাপ ও পাষে কম ছিল

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আঃ কাদের বলেন, নতুন এই সড়ক নেটওয়ার্ক টি ঢাকার যাত্রাবাড়ী থেকে যে মাওয়া রোড শুরু, সেই রোড হয়ে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা ঘিরে সড়ক নেটওয়ার্কটি থানার পূর্ব পাশ দিয়ে গিয়ে একেবারে ফেরিঘাট হয়ে লৌহজং প্রান্তে গিয়ে উঠবে।

পদ্মা সেতুর প্রবেশ পথে টোল পরিশোধ করতে হবে। এদিকে পদ্মা সেতুর সড়ক পথে ধাপে ধাপে কার্পেটিং চলছে পুরোদমে। সেতুকে যান চলাচল উপযোগী করতে ভীষণ ব্যস্ত সময় পার করছে কর্মীরা। বাকি কাজ গুলো নির্ধারিত সময়ে শেষ হবে ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা