• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশের প্রথম টানেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম টানেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও চলছে টানেল তৈরির কাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেওয়া এই মেগা প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৭২ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যেই যান চলাচলের জন্য উপযোগী করা নিয়ে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি হবে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম টানেল।

পতেঙ্গার নেভাল একাডেমি পয়েন্ট থেকে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে তিন হাজার পাঁচ মিটার দীর্ঘ এই টানেল। যা চট্রগ্রাম নগরীকে যুক্ত করবে নদীর অপর প্রান্তের আনোয়ারাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের এই টানেলে যান চলাচল শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গাড়ি পতেঙ্গার আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা