আইনজীবীদের জানিয়ে দেবেন, আদালত অবমাননা করলে ছাড় নয় : হাইকোর্ট
আজকের সাতক্ষীরা
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগারের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার বিষয়ে হাইকোর্ট বলেছেন, সেদিন আইনজীবীদের ভাষা ছিল অশ্লীল। অল্প শিক্ষিত মানুষ এমনকি কমলাপুরের কুলিরাও এ ধরনের ভাষা ব্যবহার করে না।
এ সময় আদালত উচ্চ আদালতের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে আইনজীবী নেতাদের উদ্দেশে বলেন, সারাদেশের আইনজীবীদের হাইকোর্টের মেসেজ জানিয়ে দেবেন আদালত অবমনা করলে, বিচারকদের সঙ্গে অসদাচারণ করলে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু আইনজীবীদের সনদ আজীবনের জন্য বাতিল করতে পারি। আবার নমনীয়ও হতে পারি। এটাই আমাদের মেসেজ।
সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এর আগে সকালে আদালতের তলবে হাজির হন ব্রাক্ষণবাড়িয়ার ২১ আইনজীবী।
তলব করা আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুল, অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম, এমদাদুল হক হাদি, নিজামুদ্দিন খান রানা, আনিছুর রহমান মঞ্জু, মো. জুম্মন চৌধুরী, রাশেদ মিয়া হাজারী, জাহের আলী, মো. আ. আজিজ খান, দেওয়ান ইফতেখার রেজা রাসেল, মো. ছদর উদ্দিন, মাহমুদুর রহমান রনি, মো. মাহবুবুর রহমান, মো. আরিফুল হক মাসুদ, মীর মোহাম্মদ রাইসুল আহম্মেদ, মহিবুর রহমান, মো. জাকারিয়া আহমেদ, মো. মোবারক উল্লা, মো. ফারুক আহমেদ, সফিক আহমেদ ও ইকবাল হোসেন।
শুনানির শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, আমরা সময় প্রার্থনা করছি। ব্রাক্ষণবাড়িয়ার দুটি ঘটনায় জারি করা রুলের বিষয়ে আমরা একসঙ্গে শুনানি করতে চাই।
তখন হাইকোর্ট বলেন, দুটো ঘটনা তো আলাদা। ওটা (আদালতের ভেতরের ঘটনা) ছিল বেয়াদবি। আজকে যারা হাজির হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ ভিন্ন। তারা অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।
এ সময় আদালত ব্রাক্ষণবাড়িয়ার শিক্ষানবিশ দুই আইনজীবীকে সামনে ডেকে পরিচয় জানতে চান?
তারা নিচুস্বরে কথা বললে হাইকোর্ট বলেন, এখন এত নীচুস্বরে কথা বলছেন। বিচারকের বিরুদ্ধে স্লোগান তো উঁচুস্বরে দিয়েছেন। অশ্লীল ভাষা ব্যবহার করেছেন। মেট্রিক পাস মানুষও এ ধরনের ভাষা ব্যবহার করে না। এমনকি কমলাপুরের কুলিরাও এ ধরনের ভাষা ব্যবহার করে না। কোনো রাজনৈতিক দলের ভাষাও এরকম হতে পারে না।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ব্রাক্ষণবাড়িয়ার আইনজীবীদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে চাইলে হাইকোর্ট বলেন, যারা আদালত অবমাননা করে, আদালতের সঙ্গে অশ্লীল আচরণ করে আপনারা যখন তাদের পক্ষে আসেন, তখন আমরা লজ্জিত হই।
এ সময় বার সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, সেদিনের প্রকৃত ঘটনা কি ছিল আমরা ব্যাখ্যায় আদালতের কাছে সব তুলে ধরবো।
তখন হাইকোর্ট বলেন, আপনারা কি কনটেস্ট করতে চাইছেন?
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, জুডিশিয়ারি আমাদের সবার। জুডিশিয়ারির মর্যাদা রক্ষা করার দ্বায়িত্বও আমাদের সবার।
হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বিচার বিভাগের অভিভাবক। আইনজীবীদেরও অভিভাবক। আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্বও আমাদের। এ সময় হাইকোর্ট ব্রাক্ষণবাড়িয়ার আদালতের অবস্থা জানতে চান।
তখন আইনজীবী নেতারা বলেন, এখন আদালত ভালোভাবে চলছে। আমরা ব্রাক্ষণবাড়িয়া যাব। সবার সঙ্গে কথা বলে সম্মানজনক সমাধানের চেষ্টা করব।
এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ব্রাক্ষণবাড়িয়ায় বিচারকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনায় আমি ক্ষমাপ্রার্থী। তিনি সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে একমত হয়ে বলেন, এই মামলায়ও সময় দেওয়া প্রয়োজন। তাহলে এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করব। প্রয়োজনে সবাই আমরা যাব। সবার সঙ্গে বসবো।
এ সময় আদালত ব্রাক্ষণবাড়িয়া বার সেক্রেটারিকে দেখতে চান। তিনি ডায়াসের সামনে এলে অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার দিন বার সম্পাদক ছিলেন না।
তখন আদালত বলেন, কে কোথায় ছিলেন সব আমরা খুঁজে বের করব। প্রয়োজনে পুনরায় তদন্তের নির্দেশ দেব।
আদালত বলেন, সমস্যা সমাধানে যত দেরি হবে তাতে সবার ক্ষতি হবে।
হাইকোর্ট আইনজীবীদের নেতাদের উদ্দেশে বলেন, মেসেজ জানিয়ে দেবেন আমরা যেতে চাইলে অনেক দূর যেতে পারি। আমরা কিন্তু আইনজীবীদের সনদ আজীবনের জন্য বাতিল করতে পারি। আদালত অবমাননা তো আছেই। আবার নমনীয়ও হতে পারি। এটাই আমাদের মেসেজ। পরে আদালত সময় আবেদন গ্রহণ করে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।
আদালতে ব্রাক্ষণবাড়িয়ার আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, বার কাউন্সিলের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট রবিউল আলম বুদু,অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগারের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করাসহ বিচারকাজ বিঘ্নিত করার অভিযোগের ব্যাখ্যা দিতে জেলা আইনজীবী সমিতির সম্পাদক মফিজুর রহমান বাবুলসহ ২১ আইনজীবী হাইকোর্টে হাজির হন।
গত ১০ জানুয়ারি এ অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ২১ আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে ২১ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
প্রতিকার চেয়ে আবেদন করেন জেলা জজ
জেলা জজ আদালতে এজলাস চলার সময় বিচারকের নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, বিচার বিঘ্নিত করা এবং বিচারকের মানহানি করার বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করে প্রধান বিচারপতির কাছে গত ৯ জানুয়ারি আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগার।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, গত ২ জানুয়ারি এজলাস চলার সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ব্রাহ্মণবাড়িয়ার বিচারক মোহাম্মদ ফারুককে অশালীন ও অকথ্য ভাষায় গালাগাল করে এজলাস থেকে নামতে বাধ্য করার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের কনটেম্পট ব্যাচ রুল জারি করার পর অভিযুক্ত আইনজীবীরা আরও ক্ষিপ্ত হয়ে গত ৫ জানুয়ারি এবং ৮ জানুয়ারি এজলাস চলাকালে বিচারকের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেন।
জেলা জজের এই আবেদনপত্র প্রধান বিচারপতি হাইকোর্টে পাঠিয়ে দেন।

- তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার
- বৈদেশিক বাজেট সহায়তা কমছে: সংসদে অর্থমন্ত্রী
- তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- কলারোয়ায় কয়লা তৈরি কারখানায় ১০ হাজার টাকা জরিমানা
- ইছামতির বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন,আতঙ্কে এলাকাবাসি
- তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ, দূতাবাসে হট লাইন চালু
- রাষ্ট্রপতি মনোনয়ন: অপেক্ষা করতে বললেন কাদের
- আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের আসনের সীমানা খসড়া প্রকাশ
- সুখবর : পাঁচ সেক্টরে পেশাদার কর্মী নেবে সৌদি আরব
- বাংলাদেশকে আবারো ধন্যবাদ জানালো আর্জেন্টিনা
- দশ দেশের শতাধিক পদের খাবার নিয়ে বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারার
- মরদেহ বা কাউকে জীবিত পেলেই আল্লাহু আকবার ধ্বনি
- ছাগলের মাংসে বিষ মিশিয়ে বাঘ শিকার করতেন তারা
- সাতক্ষীরায় বাঘের চামড়া উদ্ধার : আটক ৩
- সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ ৯ ফেব্রুয়ারি শুরু
- সাতক্ষীরার পৌর মেয়র চিশতি সাময়িক বরখাস্ত
- ভেজাল ওষুধ মজুত ও বিক্রি করলে ১০ বছর কারাদণ্ড
- তুরস্কে ভূমিকম্পে মৃত্যু ঠেকতে পারে ১০ হাজারে : ইউএসজিএস’র আভাস
- বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু আর নেই
- ফিফা প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন সাবিনারা
- ২০২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশে পৌঁছেছে
- সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেম উদ্দিন আহমেদ আর নেই
- হিরো আলম নয়, আমার মন্তব্য ফখরুলকে নিয়ে: কাদের
- ১১ ফেব্রুয়ারি সারাদেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ
- ঢাকায় বেলজিয়ামের রানিকে উষ্ণ সংবর্ধনা
- সাতক্ষীরায় ১৮ পিস স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার
- আশাশুনিতে ৪২ লক্ষ টাকা নগদ সহায়তা ও খাদ্য উপকরণ বিতরণ
- পৌরসভার ৬নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
- সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও তৃণমূল প্রতিনিধি সভা
- সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাতক্ষীরায় উঠান বৈঠক
- সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল সহকারী অধ্যাপকের
- বেনাপোলে হুন্ডির ১৪ লাখ টাকা সহ আটক-১
- সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
- সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশে একজনের কারাদণ্ড ও জরিমানা
- ট্রাকচাপায় প্রাণ গেলো ছাত্রলীগ নেতার
- উপকুলের লবণাক্ত মাটিতে বিনাসরিষা-৯ হাসি ফুটিয়েছে কৃষকের মুখে
- তালায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- মাদ্রাসার শিক্ষক সামছুর জামানের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- শ্যামনগরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণে প্রধান শিক্ষক গ্রেপ্তার
- দেবহাটায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
- শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, দুইটি মামলায় সাফাই সাক্ষ্য দিল ৪ জন
- সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো : প্রধানমন্ত্রী
- শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- সাতক্ষীরায় চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতন, দুইজন গ্রেপ্তার
- সাতক্ষীরায় প্রেমিকের ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, অনশন
- সাতক্ষীরায় তিন দিন ব্যাপী বিটিভির ভিডিওচিত্র ধারন সম্পন্ন
- সাতক্ষীরায় আনসার ব্যাটালিয়নের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সাতক্ষীরায় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার শীতবস্ত্র বিতরণ
