• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ ২ বিচারপতির করোনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম ও সদস্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (১২ জানুয়ারি) দুই বিচারকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তাপস কান্তি বল। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাননীয় বিচারপতি শাহীনুর ইসলাম ছেলেকে দেখার জন্য আমেরিকাতে যান। সেখানে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এখন তিনি তার ছেলের বাসাতেই আছেন, তবে তিনি সুস্থ আছেন।‘আরেকজন মাননীয় বিচারপতি মো. আবু আহমেদ জমাদার গত এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশ হাসতাপালে চিকিৎসাধীন ছিলেন, এখন হয়তো তিনি বাসায় ফিরেছেন।’

এ অবস্থায় ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না; বিচারকাজ বন্ধ নেই। ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। আজকেও একটি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচারপতি কেএম হাফিজুল আলম ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনা করছেন।’

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অভিযোগ আমলে নেয়া, যুক্তি-তর্ক শোনা এবং রায়ের সময় তিনজন বিচারককেই থাকতে হবে। এ ছাড়া মামলার সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য কাজ একজন বিচারকই করতে পারবেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল চলমান।

এতে সদস্য হিসেবে আছেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম। এ পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ৪৩টি মামলার রায় হয়েছে, যাতে আসামি ছিল ১১৭ জন। বর্তমানে ট্রাইব্যুনালে ৩৭টি মামলার বিচারকাজ চলছে। রায়ের জন্য অপেক্ষমাণ একটি মামলা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা