• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পদ্মায় ধরা পড়লো ২৭ কেজি ওজনের বিশাল পাঙ্গাশ মাছ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ জুন ২০২২  

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ২৭ কেজি ওজনের বিশাল এক পাঙ্গাশ মাছ। মাছটির বিক্রি হয়েছে ৪৩ হাজার ২শ' টাকা। মঙ্গলবার ভোরে পদ্মা নদীতে জেলে মমিন হলদার জাল ফেলে বিশাল একটি পাঙ্গাশ মাছ ধরে। মাছটি সকালে দৌলতদিয়া বাজারে রওসন মোল্লার আড়ৎতে নিয়ে আসলে উন্মমুক্ত ডাকের মাধামে সুমায়া মৎস্য আড়ৎতে মালিক সোহেল মোল্লা মাছটি ১৫ শ' টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৫ শ' টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতারা ভির করে।
পরে মাছটি ১৬ শ' টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ২ শ' টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিকট বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকতা মো. টিপু সুলতান বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় রড় রড় মাছ নদী তে থাকা সেওলি খাওয়ার জন্য নদীতে উজাতে থাকে। সে সময় বেড় জাল বা ফ্যাশন জালে ধরা পড়ে তবে এধরনের বড় মাছ গুলো খেতে খুবি সুস্বাদু হয়ে থাকে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা