• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে আবারও দেখা মিলল ভয়ংকর বিষাক্ত রাসেল ভাইপারের

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

ফরিদপুরের চরভদ্রাসনে মাশকালাই ক্ষেতে দেখা মিললো সাড়ে চার ফুট দৈর্ঘের বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের। শনিবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমীন খার ডাঙ্গী গ্রামের সাতশো বিঘার ছাম নামক স্থানে কৃষকদের হাতে সাপটি মারা যায়। সাপটির ছবি দেখে চট্রগ্রাম মেডিকেল কলেজের বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার এর ট্রেইনার ও সহকারী গবেষক বোরহান বিশ্বাস রমন বলেন, মৃত চন্দ্রবোড়াটির বয়স ৪ বছরের বেশি হবে। 
তিনি আরও বলেন, বাংলাদেশের সাপের বিষ নিয়ে গবেষণা এবং বাংলাদেশের সাপের বিষ  থেকে সাপে কামড়ের প্রতিষেধক তৈরি করার উদ্দেশ্যে কাজ করছে ভেনম রিসার্চ সেন্টার । সে লক্ষে আমরা বাংলাদেশের সব অঞ্চল থেকে নির্দিষ্ট সংখ্যায় বিষধর সাপ সংগ্রহ করেছি। সে ধারাবাহিকতায় ফরিদপুরের চরভদ্রাসন থেকে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ সংগ্রহ করেছি, গত কয়েক বছরে ফরিদপুরসহ বাংলাদেশের ২৭টি জেলায় রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে ও সংখ্যা বৃদ্ধি করেছে। এ সাপের কামড়ে এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় বাংলাদেশে। 

তিনি বলেন, চরভদ্রাসন থেকে উদ্ধার করা রাসেল ভাইপার সাপের বিষ সংগ্রহ করে ভেনম রিসার্চ সেন্টারে গবেষণা চলছে। আমরা সাপের বিষের কম্পোনেন্ট ডিসার্ফার ও ক্যারেক্টারাইজেশন করতে সফল হয়েছি। এটির মাধ্যমে আমরা অন্য অঞ্চলের সাপের বিষের গঠনের সাথে কিছু ভিন্নতা আছে সেটা পরিলক্ষিত করেছি। আরও অনেক গবেষণা বাকি আছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের বিষধর সাপের বিপরীতে কার্যকরী এন্টিভেনম প্রস্তুত করা।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আগের তুলনায় চরভদ্রাসনে সাপের উপদ্রপ অনেক কমেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম ও মজুদ রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা