• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, উপকূলজুড়ে আতংক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় নদ নদীর পানি ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। সাথে বইছে শীতল দমকা হাওয়া। সমুদ্র বন্দর মোংলাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্দরে সতর্কতা জারির পর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার গুলো নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। সাগর অশান্ত রয়েছে।

এদিকে দুর্যোগের আশংকায় সমগ্র উপকূলের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। সাতক্ষীরা উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ মাঝে শংকা দেখা দিয়েছে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে জোয়ারে নদনদীর পানির চাপে বেড়িবাঁধ ভেঙ্গে শত শত ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়েক হাজার একর জমির ফসল ও মাছের ঘের তলিয়ে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত বাঁধ এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। তাছাড়া ষাট এর দশকে নির্মিত বাঁধগুলো এখন আর পানির চাপ সহ্য করতে পারে না। বেশীরভাগ স্থানে স্বাভাবিক সময়ে নদীর পানির উচ্চতা ও বাঁধের উচ্চতা প্রায় সমান হয়ে গিয়েছে। এসব কারণে ঝড়ঝঞ্ঝার আশংকা দেখা দিলেই উপকূলের মানুষ চিন্তিত হয়ে পড়ে। উপকূলীয় এলাকার খবর নিয়ে জানা গেছে, বিকেল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। আকাশে রয়েছে মেঘের ঘনঘটা। আশংকা করা হচ্ছে, আগামী দুদিন এই মেঘ ভারী বৃষ্টি ঝরাবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা