• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা হওয়ায় এমপি রবির আনন্দ মিছিল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা হওয়ায় সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে স্বত:স্ফুর্তভাবে শহরে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর তফশীল ঘোষণার পরপরই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহরসহ সদরের ১৪টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ ও জেলা মহিলা আওয়ামী লীহসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের ব্যাণারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা স্বত:স্ফুর্তভাবে শহরে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা