• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নির্বাচনী তফশিল ঘোষণা করায় নলতায় আনন্দ মিছিল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরার নলতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফশিল ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৭ টায় ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে নলতা বাজার থেকে আনন্দ মিছিল বার হয়ে কালিগঞ্জ- সাতক্ষীরা সড়ক হয়ে নলতা ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে নলতা সেচ্ছাসেবকলীগের কার্যলায়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ এনামুল হক ছোট, নলতা আওয়ামী লীগের সভাপতি আনিছুর জামান খোকন, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান হাবু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, নাজমুল হাসান, জেলা যুবলীগের সদস্য জিএম সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা