• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় গার্লস হাইস্কুলের চারতলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যালয়ের নব-নির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর (১০৬) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী এমএম এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি মোঃ আবদুল হাই, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মো. জাহিদ হোসেন প্রমুখ। নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের (৩০০০ স্কুল) ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা অ্যাকাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। এ সময় দলীয় নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মোঃ হাসান মাহমুদ রানা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা