• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ মে ২০২৩  

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মন্ডল(১৭)। পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ মন্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলাই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থাল গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানাগেছে, দুর্ঘটনায় নিহত আকাশ ও অঙ্কুশ দুজনই এসএসসি পরীক্ষার্থী। তারা রোববার বিকালে মটর সাইকেল নিয়ে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে মেলা দেখে রাতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আনা আনা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা