• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কোরআন শরীফ লিখে সাড়া ফেলানো সেই যুবক গ্রেপ্তার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ কোরআন শরীফ হাতে লিখে সাড়া ফেলানো যুবক হাবিবুর রহমানকে (৩৫) প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২ জানুয়ারী) বিকালে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে ভূয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন শরীফ হাতে লিখেছে দাবি করে সম্প্রতি সাতক্ষীরায় সাড়া ফেলে হাবিবুর।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় আসামী প্রতারক চক্রের মূলহোতা হাবিবুর রহমান তার কতিপয় সহযোগী নিয়ে ২০১৯ সালে 'বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড' নামে একটি ভুয়া এনজিও খোলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট হতে প্রায় কোটি টাকা আত্মসাত করে।

বেশ কিছু দিন এনজিও পরিচালনা করার পর আসামী তার অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পরর্বতীতে বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-৬ বরাবর অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২ জানুয়ারি) বিকালে র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে উক্ত ভুয়া এনজিওর স্বত্ত্বাধীকারী সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার সদর থানাধীন পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা